দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার নয়নতারা আবারও আলোচনার কেন্দ্রে। মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে আসন্ন ছবি ‘মানা শঙ্কর বরা প্রসাদ গারু’-তে তাঁর শক্তিশালী উপস্থিতি ও পরিমিত অভিনয় দর্শকদের নজর কাড়ছে। পর্দায় নয়নতারার আত্মবিশ্বাসী ভঙ্গি, সংযত অভিব্যক্তি ও ব্যক্তিত্বময় উপস্থিতি চরিত্রটিকে দিয়েছে আলাদা গুরুত্ব। দৃশ্য থেকে দৃশ্যে তিনি যেন ক্ষমতা, দৃঢ়তা ও সৌন্দর্যের এক অনন্য সমন্বয় তুলে ধরেছেন।
চলচ্চিত্রে তাঁর পোশাক পরিকল্পনা ও সংলাপ বলার ভঙ্গি চরিত্রের কর্তৃত্বপূর্ণ অবস্থানকে আরও স্পষ্ট করেছে। চিরঞ্জীবীর সঙ্গে তাঁর রসায়নও ছবির বড় আকর্ষণ হয়ে উঠেছে। দুজনের পরিমিত অভিনয়ে পর্দায় তৈরি হয়েছে ভারসাম্যপূর্ণ শক্তির প্রকাশ, যা দর্শকের আগ্রহ বাড়িয়েছে বহুগুণ।
সংক্রান্তি উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে নয়নতারা নিজেকে তুলে ধরেছেন এক দৃঢ়চেতা অথচ সৌম্য নারীর রূপে। ভক্তদের মতে, এই চরিত্রে তিনি আবারও প্রমাণ করেছেন কেন তাঁকে দক্ষিণী সিনেমার অন্যতম শক্তিশালী নারী তারকা বলা হয়। তাঁর এই নতুন অবতার ইতিমধ্যেই দর্শকমহলে উচ্ছ্বাস ছড়িয়েছে।
এবি/টিকে