ভারতের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাসকে সম্প্রতি ‘ভারতের সবচেয়ে বড় সুপারস্টার’ হিসেবে আখ্যা দেওয়া হলেও, তার আসন্ন চলচ্চিত্র দ্য রাজা সাব–এর প্রচারণা ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে হিন্দিভাষী বাজারে ছবিটির প্রচার না থাকায় একে বড় সুযোগ নষ্ট হিসেবে দেখছেন অনেকে।
বাহুবলী মুক্তির পর থেকে প্রভাসের প্রতিটি সিনেমাই দেশজুড়ে আলোচনায় এসেছে। এমনকি সাহো কিংবা আদিপুরুষ বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও প্রভাসের তারকা ইমেজে তেমন ভাটা পড়েনি। সেই জায়গা থেকেই দ্য রাজা সাব নিয়ে প্রত্যাশা ছিল অনেক বেশি। কারণ, ছবিটি নির্মিত হচ্ছে ভৌতিক-কমেডি ঘরানায়, যা উত্তর ভারতের দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়।
তবে ছবির মুক্তির আগে সবচেয়ে বড় যে ঘাটতিটি চোখে পড়ছে, তা হলো হিন্দি অঞ্চলে প্রচারণার অভাব। এখনো পর্যন্ত মুম্বাই বা দিল্লিতে কোনো বড় প্রচারমূলক অনুষ্ঠান হয়নি। নেই হিন্দি সংবাদমাধ্যমে জোরালো উপস্থিতি, নেই উত্তর ভারতের দর্শকদের লক্ষ্য করে আলাদা প্রচারণা কৌশল।
চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত বিশ্লেষক ও প্রভাসের অনুরাগীরা প্রশ্ন তুলছেন, বড় বাজেটের ছবি নির্মাণে পরিচিত প্রযোজক বিশা প্রসাদ কেন জাতীয় পর্যায়ের প্রচারণা পরিকল্পনা সক্রিয় করলেন না। তাঁদের মতে, সময়মতো সঠিক প্রচার হলে এই ছবি হিন্দি বাজারে বড় সাফল্য পেতে পারত।
বর্তমান পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, হিন্দি ভাষাভাষী অঞ্চলে দ্য রাজা সাব কম উদ্বোধনী আয় নিয়েই যাত্রা শুরু করবে। ফলে পুরোপুরি মুখে-মুখে প্রচারের ওপর নির্ভর করতে হবে ছবিটিকে। একজন সর্বভারতীয় জনপ্রিয় তারকার ক্ষেত্রে এমন পরিস্থিতিকে অনেকেই দুর্ভাগ্যজনক বলছেন।
বিশেষজ্ঞদের মতে, সঠিক প্রচারণার মাধ্যমে এই ছবি প্রভাসের গণভিত্তিক জনপ্রিয়তাকে আরও শক্ত ভিত দিতে পারত। কিন্তু প্রচারের ঘাটতিতে সেই সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
এমআর/টিএ