অভিনেত্রী মালবিকা মোহনান প্রকাশ্যেই জানিয়েছেন প্রভাসের প্রতি তার আগ্রহ, “বাহুবলির পর থেকে প্রভাসের প্রতি আমার ক্রাশ খুবই বড়।” দুই তারকা এবার হাজির হতে চলেছেন আসন্ন হরর-কমেডি ছবি ‘দ্যা রাজা স্যাব’-এ, যেখানে তাদের পর্দার রসায়ন দেখার জন্য ভক্তরা আগেই উচ্ছ্বাসিত।
মালবিকার খোলাখুলিভাবে অনুভূতি প্রকাশ এবং প্রভাসের প্যান-ইন্ডিয়া জনপ্রিয়তা এই জুটিকে ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে দিচ্ছে। তাঁদের সংলাপ, অভিব্যক্তি ও পরস্পরের সঙ্গে রসায়ন ছবিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
ছবির মুক্তির আগে থেকেই এই জুটিকে ২০২৬ সালের চমক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিশেষ করে হরর-কমেডি শৈলীতে মালবিকা ও প্রভাসের অনন্য উপস্থিতি দর্শককে আকর্ষণ করবে এবং পর্দায় তাদের যৌথ উপস্থিতি হবে বছরের আলোচিত বিষয়।
এবি/টিকে