গোয়ায় এক পারিবারিক অনুষ্ঠানে শিশুদের সঙ্গে বলিউড তারকা সালমান খানের আন্তরিক মুহূর্তের একটি দৃশ্য এখন দর্শকদের মন জয় করছে। সম্প্রতি ভাইপো আয়ান খানের বাগদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছোট ভক্তদের ভালোবাসায় সিক্ত হতে দেখা যায় এই অভিনেতাকে।
অনুষ্ঠানে উপস্থিত শিশুরা সালমান খানের জন্য নিজের হাতে তৈরি কার্ড নিয়ে এগিয়ে আসে। কেউ কেউ আদুরে কণ্ঠে তাঁকে ‘মামু’ বলে ডাকতে থাকলে হাসিমুখে সাড়া দেন সালমান। শিশুদের সেই ডাকে মজা করে প্রতিক্রিয়া জানান তিনি এবং একে একে সবার সঙ্গে কথা বলেন। তার স্বাভাবিক আচরণ ও উষ্ণ হাসি মুহূর্তটিকে আরও হৃদয়ছোঁয়া করে তোলে।
পর্দার আড়ালে ধারণ করা এই দৃশ্যে দেখা যায়, তারকাখ্যাতির ঊর্ধ্বে উঠে সালমান খান কতটা সহজ ও আপন। শিশুদের সঙ্গে তাঁর স্বতঃস্ফূর্ত মেলামেশা আবারও প্রমাণ করে কেন তিনি ‘ভাইজান’ নামে পরিচিত এবং কেন সব বয়সী ভক্তদের হৃদয়ে তাঁর আলাদা জায়গা রয়েছে।
অনুরাগীদের মতে, এই মুহূর্তে সালমান খানকে দেখা গেছে তাঁর সবচেয়ে বাস্তব ও মানবিক রূপে। আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই দৃশ্য মনে করিয়ে দেয়, খ্যাতির আড়ালেও তিনি একজন বড় মনের মানুষ, যিনি শিশুদের ভালোবাসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
এমআর/টিএ