দক্ষিণী চলচ্চিত্রে নতুন করে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা অখিল আক্কিনেনি। তাঁর আসন্ন ছবি লেনিন ঘিরে ইতিমধ্যেই দর্শক ও অনুরাগীদের মধ্যে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে ছবিটিতে একটি বিশেষ গানে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা, যা ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
নির্মাতা মুরালি কৃষ্ণ আব্বুরু পরিচালিত এই রাজনৈতিক পটভূমির অ্যাকশনধর্মী ছবিতে অখিলকে দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। খসখসে, কঠোর ও তীব্র চরিত্রে তাঁর এই উপস্থিতিকে ঘিরে নির্মাতারা বিশেষ আশাবাদী। ছবিতে গুরুত্বপূর্ণ আবেগঘন ভূমিকায় অভিনয় করছেন ভাগ্যশ্রী বোরসে, যিনি গল্পের আবেগের দিকটি আরও গভীর করবেন বলে জানা গেছে।
ছবির সঙ্গে যুক্ত সূত্রের দাবি, অনন্যা পাণ্ডেকে নিয়ে একটি আকর্ষণীয় ও ঝাঁকুনি দেওয়া বিশেষ গান যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। যদি বিষয়টি চূড়ান্ত হয়, তবে গানটি ছবির বাণিজ্যিক সাফল্যে বড় ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক সময়ের পর নিজেকে নতুনভাবে উপস্থাপন করার পথে থাকা অনন্যার জন্যও এটি হতে পারে গুরুত্বপূর্ণ সুযোগ।
২০২৬ সালের গ্রীষ্মে মুক্তির লক্ষ্যে এগোচ্ছে লেনিন। নির্মাতারা চাইছেন, ছবিটি যেন দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে সর্বভারতীয় দর্শকের কাছেও পৌঁছাতে পারে। সেই লক্ষ্যেই বিশেষ এই গানের পরিকল্পনা বলে মনে করছেন বিশ্লেষকরা।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবুও নির্মাতা পক্ষের আগ্রহ স্পষ্ট। অনুরাগীদের একাংশ ইতিমধ্যেই আশা করছেন, বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের এই মিলন বড় পর্দায় দারুণ চমক নিয়ে আসবে।
এমআর/টিএ