বিখ্যাত ইংরেজ নাট্যকার ও লেখক ডগলাস উইলিয়াম জেরোল্ড। তিনি ১৮০৩ সালের ৩ জানুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন।
তার অসংখ্য সৃষ্টির মধ্যে বিখ্যাত কিছু নাটক ও উপন্যাস হলো- ব্ল্যাক-আইড সুসান, রেন্ট ডে, মেন অফ ক্যারেক্টার, কেকস অ্যান্ড আলে, দ্য স্টোরি অফ এ ফেদার, দ্য ক্রনিকলস অব ক্লোভারুক, সেন্ট গাইলস অ্যান্ড সেন্ট জেমস, দ্য পাঞ্চ কমপ্লিট লেটার রাইটার ইত্যাদি।
১৮৫৭ সালের ৮ জুন লন্ডনে কিলবার্ন প্রিরির বাড়িতে ডগলাস জেরোল্ডের মৃত্যু হয়।
তার একটি উক্তি-
“স্ত্রীর কাছ থেকে যে যৌতুক নেয়, সে স্ত্রীর কাছে বিক্রি হয়ে যায়।”