টলিউডের আলোচিত অভিনেতা কাঞ্চন মল্লিক তৃতীয়বার বিয়ে করেছেন। ৫০ বছর বয়সেও এই সিদ্ধান্তকে ঘিরে তাকে নানা প্রশ্ন, সমালোচনা ও কটূক্তির মুখোমুখি হতে হয়েছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাঞ্চন চুপ থাকেননি। তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন এবং সমাজের বিচারবোধের সীমাবদ্ধতা তুলে ধরেছেন।
কাঞ্চন বলেন, “সবাই শুধু বাইরের দৃশ্য দেখে বিচার করে। কিন্তু যে নৌকা চালায়, সে একমাত্র জানে নৌকায় কতটা ফুটো এবং পরিস্থিতি কেমন। বাইরে থেকে সবাই বলে মাঝি নৌকা ডুবিয়ে দিল, কিন্তু ভেতরের অবস্থা কেউ জানে না।” তিনি আরও জানিয়েছেন, অনেকেই বহুবার হানিমুন করেছেন বা ফুলশয্যায় কাটিয়েছেন, কিন্তু তার তিনবারের বিয়ের কারণে শুধু তার প্রতি কটাক্ষ চলে। তিনি মনে করেন, যখন সম্পর্ক থেকে আর কিছু থাকে না, তখন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো।
কাঞ্চন স্বীকার করেছেন, “এক হাতে তালি বাজে না। কেউ যদি ব্যাখ্যা করতে চায়, তবে সম্পর্ক নিয়ে আরও কাটাছেঁড়া হয়। তাই এই ধরনের আলোচনা থেকে দূরে থাকা উত্তম।” এছাড়া তিনি আবেগঘনভাবে বলেন, তাঁর বর্তমান স্ত্রী শ্রীময়ী তাকে নতুনভাবে গড়ে তুলেছেন। “একটা সময় আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। শ্রীময়ী আমাকে ভালোবেসে আবার গড়ে তুলেছে। ওকে ছাড়া আমাকে কেউ হ্যান্ডেল করতে পারবে না, বুঝতেও পারবে না।”
শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক স্থাপনের পরও কাঞ্চনকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তাঁদের সন্তানকে ঘিরেও প্রশ্ন তোলা হয়েছে, কেন পূর্ববর্তী সংসার ভাঙানো হয়েছিল। তবে কাঞ্চন এ বিষয়ে দৃঢ় থাকেন এবং নিজের জীবনের সিদ্ধান্তের প্রতি অনড় থাকার বার্তা দেন।
কাঞ্চনের এই খোলাখুলি আলোচনা শুধু তার ব্যক্তিগত গল্প নয়, বরং একজন প্রাপ্তবয়স্ক অভিনেতার জীবনের সত্যিকার সংগ্রাম, সামাজিক বিচার ও পরিবারের মূল্যবোধের একটি প্রতিফলন।
পিআর/টিএ