টেলিভিশনের ছোট পর্দার ‘আনন্দী’ হিসেবে পরিচিত অভীকা গৌর সম্প্রতি ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের পথে এগোচ্ছেন। মাস তিনেক আগেই গোটা দেশকে সাক্ষী রেখে রিয়ালিটি শোয়ের মঞ্চে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় স্বামী মিলিন্দ চাঁদওয়ানিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ২০২৬ সালে তাঁদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে।
এই কথোপকথনেই জোর শোরগোল পড়ে গেছে টেলিদর্শক ও অনুরাগীদের মধ্যে। স্বামীকে পাশে বসিয়ে ভিডিওতে অভীকা বলেন, “আমাদের জীবনের এই পরিবর্তন আমরা আগে কখনও অনুমান করিনি। সত্যি বলতে, কখনও স্বপ্নও দেখিনি। তবে এটা আমাদের জন্য বড় খবর এবং অত্যন্ত আশ্চর্যজনক।” মিলিন্দও স্বীকার করেছেন, “আমি খুবই উচ্ছ্বসিত। তবে হ্যাঁ, একটু নার্ভাসও।”
এই সংলাপের মধ্য দিয়ে দর্শকের মনে জেগে উঠেছে গুঞ্জন, যে বিয়ের তিন মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হয়েছেন ‘বালিকাবধূ’ অভিনেত্রী। তবে সংবাদটি তারা স্ব-ইউটিউব চ্যানেলে প্রকাশ করার কথা জানিয়ে গোপন রেখেছেন।
অভীকা বর্তমানে ২৮ বছর বয়সী। শৈশবেই তিনি ‘বালিকাবধূ’ সিরিজের ‘আনন্দী’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে নিজের জায়গা করে নেন। তার পর থেকে টেলিভিশন ছাড়াও বড়পর্দায় চুটিয়ে অভিনয় করছেন। ২০২০ সালে মিলিন্দের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয়। মিলিন্দ পেশায় ব্যবসায়ী এবং সমাজসেবক। গত বছরের সেপ্টেম্বর মাসের শেষে ‘পতি পত্নী অউর পঙ্গা’ শোয়ের মঞ্চে সাতপাকে বাঁধা পড়ে তাঁরা।
এই নতুন খবরের সঙ্গে মিলিয়ে মনে হচ্ছে, ‘আনন্দী’ এবার মাতৃত্বের পথে পা রাখছেন। টেলিদর্শকরা অপেক্ষা করছেন, পর্দার প্রিয় চরিত্রের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার জন্য।
এমকে/টিএ