গুজরাট টাইটান্সের ক্যারিবীয় তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার সম্প্রতি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে দেওয়া এক মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। জনপ্রিয় পডকাস্ট গেম উইথ গ্রেসে কথা বলতে গিয়ে হোল্ডার চলমান ‘ইন্ডিয়া-পাকিস্তান বিরোধ’ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন, পাশাপাশি এশিয়া কাপ ২০২৫ জয়ের পর ভারতের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তে হতাশার কথাও জানান।
পডকাস্টে হোল্ডার বলেন, পাকিস্তানের বিপক্ষে শিরোপা জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ ও আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়ার দৃশ্য তাকে অস্বস্তিতে ফেলেছে। সেই ঘটনা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ক্রিকেটে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক উসকে দেয়।
হোল্ডারের ভাষায়, “আমি ভারত-পাকিস্তান ‘বিফ’ পছন্দ করি না। এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যিই দুঃখজনক। ভারত এশিয়া কাপ জিতে ট্রফি নিতে না যাওয়াটা ছিল মাত্রাতিরিক্ত। এসব আমাদের খেলায় মানায় না।”
সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক মনে করেন, একজন ক্রিকেটারের দায়িত্ব শুধু রান করা বা উইকেট নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। ‘ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্বশান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না,’—যোগ করেন হোল্ডার।
‘ভারত ও পাকিস্তান দুইটাই শক্তিধর। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো, পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।’
২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল ২০২৬ মৌসুমে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জায়গা করে নেন হোল্ডার। নিলামে প্রায় ৭ কোটি রুপিতে কেনা এই অলরাউন্ডার এখনো দলে থাকলেও, আসন্ন মৌসুমের আগে তার মন্তব্য ফ্র্যাঞ্চাইজির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
এমনকি তাকে বাদ দিয়ে বিকল্পও ভাবতে পারে বলে মনে করছেন অনেকেই।
এসকে/এসএন