বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও প্রিয়দর্শন আবার ফিরছেন নতুন ছবি ‘ভূত বাংলো’ নিয়ে। বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তি এখন নিশ্চিত হয়েছে। বালাজি মোশন পিকচার্সের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা তথ্য অনুযায়ী, ‘ভূত বাংলো’র দরজা খুলবে আগামী ১৫ মে ২০২৬ এ।
ছবির জন্য বিশেষভাবে আকর্ষণীয় বিষয় হল অক্ষয় কুমার ও তব্বুর দীর্ঘদিন পর পুনর্মিলন। পাশাপাশি বাঙালি দর্শকের জন্য আনন্দের খবর, যিশু সেনগুপ্ত নতুন চরিত্রে দর্শকের সামনে আসছেন। প্রয়াত অভিনেতা আসরানির শেষ কাজ হিসেবে এই ছবিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
‘ভূত বাংলো’ পরিচালনা করেছেন প্রিয়দর্শন। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে কালাযাদু বা ব্ল্যাক ম্যাজিককে ঘিরে তৈরি ট্যুইস্ট। এটি হবে হরর-কোমেডি ঘরানার সিনেমা। ছবির সেট থেকে আগেই কিছু ছবি প্রকাশ করা হয়েছিল, যেখানে ছবির বিশেষ মুহূর্তের আভাস পাওয়া যায়।
একসময়ের মান-অভিমানের কারণে অক্ষয় ও প্রিয়দর্শনের মধ্যে কিছু দূরত্ব ছিল। তবে নতুন এই ছবির জন্য প্রিয়দর্শন সেই সব ভুল ভুলে গেছেন এবং অক্ষয়কেই বেছে নিয়েছেন তার ভূতুড়ে সিনেমার জন্য।
‘ভূত বাংলো’ ছবি অক্ষয় কুমারের ক্যারিয়ারে নতুন অধ্যায় যুক্ত করতে পারে। ‘ভুলভুলাইয়া’-এর মতো বক্স অফিস হিটের পর আবার দর্শককে হরর-কোমেডি মিশ্রিত বিনোদন দেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ছবির সাফল্য অক্ষয়ের খরাপ্রবণ সময়ে একটি শক্তিশালী প্রত্যাবর্তন হিসেবেও ধরা যেতে পারে।
এমকে/এসএন