সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামবেন বিরাট কোহলি। তার মধ্যেই ভাইরাল কোহলির একটি ছবি। যা দেখে অনেকের চক্ষু চড়কগাছ! কারণ ওই ছবিতে কোহলির সঙ্গে দেখা যাচ্ছে পর্নস্টার কেন্ড্রা লাস্টকে। আর ছবিটা আপলোড করেছেন সেই পর্নস্টারই। সত্যিই কি কেন্ড্রার সঙ্গে ছবি তুলেছেন কোহলি?
৮ জানুয়ারি কেন্ড্রা নিজের ইনস্টাগ্রাম থেকে ছবিটা পোস্ট করতেই ভক্তদের মনে প্রশ্ন ঘুরতে থাকে। অনেকের মনে হয়, কোহলি সুপারস্টার। বিশ্বব্যাপী তাঁর ভক্ত। হতেই পারে কেন্ড্রা সেই হিসেবে ছবি তুলেছেন। আর কোহলি হয়তো ওই পর্নস্টারকে চেনেনও না। কিন্তু ওই ছবিতে কেন্ড্রার ক্যাপশন দেখে, এই তত্ত্ব অনেকে বিশ্বাস করতে নারাজ। কেন্ড্রা লিখেছেন, ‘হঠাৎ দেখা হয়ে যাওয়ার থেকে ভালো কিছু হয় না। বহু মানুষের অনুপ্রেরণা ও একেবারে মাটির মানুষ।’
ওই ছবিতে দেখা যায়, বিদেশের মাটিতে কোহলি কেন্ড্রার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কোহলিকে ওই ছবিতে ট্যাগও করেন। কেন্ড্রা নিজেও ক্যাপশনে ইংল্যান্ডের কথা লেখেন। আর স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে কোহলি লন্ডনে থাকেন। অথচ ওই ছবিতে অনুষ্কা নেই। অনেকে দুয়ে-দুয়ে চার করতে শুরু করেন। অনেকে হতচকিত হয়ে কমেন্ট করতে থাকেন।
কিন্তু পরে বোঝা যায়, এই ছবিটি আসলে ‘ফেক’। আরও স্পষ্ট করে বললে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি করা। আর এটাই প্রথম নয়। ওই পর্নস্টার এর আগে শাহরুখ খান ও সলমন খানের সঙ্গেও একই রকম এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেছিলেন।
এছাড়া দীপাবলি বা হোলির মতো ভারতের কোনও অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন কেন্ড্রা। মূলত ভারতীয়দের আকর্ষণের জন্যই এই পথ বলে অনেকে মনে করেন। সে যাই হোক না কেন, এই ধরনের ছবির সুবাদে কেন্ড্রার স্বল্পবসনা ও লাস্যময়ী ছবির দর্শক সংখ্যা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে এই মুহূর্তে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৯০ লক্ষ।
আইকে/টিএ