বাংলাদেশের আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে যুক্ত হতে যাচ্ছে এক ঐতিহাসিক অধ্যায়। প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিতে মালয়েশিয়া থেকে নিবন্ধন করেছেন ৮৪ হাজার ২৯২ জন বাংলাদেশি। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ৩৪৬ জন এবং নারী ৯৪৬ জন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিদেশি ভোটারদের নিবন্ধনের তালিকায় সৌদি আরবের পরই মালয়েশিয়ার অবস্থান। সৌদি আরব থেকে ২ লাখ ৩৯ হাজার ১৮৬ বাংলাদেশি এবার নির্বাচনে ভোট দেবেন। এছাড়া থেকে কাতার ৭৬ হাজার ১৩৯ জন, ওমান ৫৬ হাজার ২০৭ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৮ হাজার ৫৭৪ জন বাংলাদেশি ভোট দেবেন।
এছাড়া কুয়েত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, বাহরাইন, সিঙ্গাপুর, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপসহ আরও অনেক দেশ থেকে প্রবাসীরা এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়েছেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটাররা আগামী ২২ জানুয়ারি থেকে ব্যালট পেপার চিহ্নিত করার কাজ শুরু করতে পারবেন। এই প্রক্রিয়াটি আগামী ২৬ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। ভোট দেয়ার পর নির্বাচন কমিশন প্রদত্ত বিশেষ প্রি-পেইড খামে ভরে ব্যালটগুলো পুনরায় ডাকযোগে ফেরত পাঠাতে হবে।
এই বিশাল কর্মযজ্ঞ নির্বিঘ্ন করতে বাংলাদেশ পোস্ট অফিস এবং মালয়েশিয়ার রাষ্ট্রীয় ডাকসেবা প্রতিষ্ঠান পোস্ট লাজু যৌথভাবে সমন্বয় করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে অংশ নেয়ার উপযোগী মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭০ লাখের বেশি।
৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু করবেন তার। যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ৩০০ জন সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি একটি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে মালয়েশিয়াকে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
এদিকে ডাকযোগে ভোটের সুবিধা থাকলেও অনেক প্রবাসী সশরীরে দেশে গিয়ে ভোট দেয়ার ও পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে প্রবাসীদের মাঝ মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
পিআর/টিকে