বিখ্যাত বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি ১৯৩৫ খ্রিস্টাব্দের ২ নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।
তিনি বড়দের পাশাপাশি ছোটদের জন্যও অনেক গল্প-উপন্যাস রচনা করেন। তার রচিত গয়নার বাক্স, ঈগলের চোখ, এবার শবর, ছায়াময়সহ অনেক উপন্যাস চলচ্চিত্রে চিত্রায়িত হয়েছে।
তিনি শিশুসাহিত্যে অবদানের জন্য ১৯৮৫ সালে বিদ্যাসাগর পুরস্কার ও মানবজমিন উপন্যাসের জন্য ১৯৮৮ সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি ১৯৭৩ ও ১৯৯০ সালে আনন্দ পুরস্কার ও ২০১২ সালে বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত হন।
তার বিখ্যাত একটি উক্তি
“রক্ষণশীলরা শুধু প্রগতির শত্রু নয়, তারা জগতের বোঝাস্বরুপ।”