নৃত্য ও গানে দর্শকপ্রিয়তা অর্জন করে অল্প সময়েই দক্ষিণী সিনেমার আলোচিত মুখ হয়ে উঠেছেন শ্রীলীলা। তবে এবার নিজেকে ভিন্নভাবে প্রমাণ করার গল্প শোনালেন এই অভিনেত্রী। নতুন সিনেমা ‘পরাশক্তি’ তাঁর ক্যারিয়ারে এক গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছেন তিনি নিজেই।
সম্প্রতি এক বক্তব্যে শ্রীলীলা বলেন, এতদিন তাঁর কাজের প্রশংসা সীমাবদ্ধ ছিল নাচ ও গানকে ঘিরে। কিন্তু ‘পারাসক্তি’ প্রথম সিনেমা, যেখানে দর্শক ও সমালোচকদের কাছ থেকে চরিত্র ও অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি।
অভিনেত্রী হিসেবে নিজের এই পরিবর্তনকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন শ্রীলীলা।
এই সিনেমায় তাঁর অভিনয়ে আবেগ, গভীরতা ও পর্দায় উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু আকর্ষণীয় উপস্থিতি নয়, অভিনয়ের শক্তিতেও যে তিনি সমান দক্ষ, ‘পারাসক্তি’ সেটিই প্রমাণ করেছে। ফলে শ্রীলীলার অভিনয়জীবনে এটি যে এক মাইলফলক হয়ে থাকবে, তা বলাই যায়।
ইউটি/টিএ