দিল্লিতে সম্প্রতি একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের বিতর্কে জড়ালেন পঞ্জাবি র্যাপার হানি সিং। প্রবল শীতে দর্শকদের সঙ্গে আলাপের সময় তিনি মঞ্চে দাঁড়িয়ে পরামর্শ দেন, গাড়ির মধ্যে যৌন কার্যকলাপে লিপ্ত হওয়া উচিত। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় তোলেছে।
হানি বলেন, “দিল্লির ঠান্ডা সাংঘাতিক! এই মরসুমে গাড়ির মধ্যে যৌনতায় লিপ্ত হওয়ার মজাই আলাদা। তবে কন্ডোম ব্যবহার করবেন অবশ্যই।” কথাগুলি সরাসরি এবং খোলা মঞ্চে শোনানো হওয়ায় অনেকেই তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। নেটাগরিকদের একাংশ মন্তব্য করেছেন, “অনুষ্ঠানে নাবালক ও শিশুরাও উপস্থিত থাকে। কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা যায়? সমাজকে কী বার্তা দিচ্ছেন তিনি?”
তবে সমর্থকরাও রয়েছেন। তাঁদের বক্তব্য, “মানুষ কেন রেগে যাচ্ছে, বুঝতে পারছি না। সাধারণ কথাবার্তায় নতুন কিছু নেই, এইভাবে বন্ধুবান্ধবদের মধ্যে কথাবার্তা চলে।” অনুষ্ঠানের ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যদিও হানি বা তাঁর দল এখনো কোনো মন্তব্য করেননি।
হানি সিংহের জন্য এ ধরনের বিতর্ক নতুন নয়। অতীতে গানের কথার কারণে এবং ব্যক্তিগত জীবনকে ঘিরে তিনি বহুবার সমালোচনার মুখে পড়েছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি তাঁর ভাবমূর্তির দিকে বিশেষভাবে নজর রেখেছেন। এবারও তাঁর সরল ও প্রকাশ্য মন্তব্য নেটপাড়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
পিআর/টিএ