বলিউডে ফের নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দু নায়িকা দিশা পটানী এবং রহস্যময় গায়ক তলবিন্দর সিংহ সিদ্ধু। দুই তারকার সম্পর্কের খবর নেটিজেনদের মধ্যে কৌতূহলের মাত্রা বাড়িয়েছে। দিশার থেকে পাঁচ বছরের ছোট তলবিন্দর পেশাদার জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তবে ব্যক্তিগত জীবনকে তিনি এখনো গোপন রাখেন।
তলবিন্দর পঞ্জাবি গায়ক-গীতিকার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। দেশ-বিদেশে অসংখ্য অনুষ্ঠান করেছেন, পাশাপাশি কর্ণ অজুলা ও হনী সিংহের মতো শিল্পীদের সঙ্গে জোটবেঁধে কাজ করেছেন। তাঁর জনপ্রিয় গান ‘খয়াল’ এবং ‘নশা’ নতুন প্রজন্মের মধ্যে বেশ আলোচিত। শোনা যাচ্ছে, বর্তমানে তলবিন্দরের সম্পত্তির পরিমাণ প্রায় ১১.৫ কোটি টাকা।
অন্য দিকে দিশা পটানী শুধু অভিনয়েই নয়, ফিটনেস ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও প্রশংসিত। ছবিতে ৫ থেকে ৭ কোটি টাকা পারিশ্রমিক নেন, ব্র্যান্ড প্রমোশন থেকে আরও ১ থেকে ১.৫ কোটি টাকা অর্জন করেন। মুম্বইয়ে তাঁর দুটি বাড়ি রয়েছে, যার দাম যথাক্রমে ৬ ও ৫ কোটি টাকা। গাড়ির সম্ভারও উল্লেখযোগ্য মার্সিডিজ় বেন্জ, রেঞ্জ রোভার এবং অডি অন্তর্ভুক্ত। মোট সম্পত্তির হিসাব অনুযায়ী দিশার পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা।
দুই তারকার সম্পত্তির ব্যবধান স্পষ্ট, তবে প্রেম ও সম্পর্কের বিষয়টি এখনও উভয়েরই কাছে গোপন। নেটিজেনদের কৌতূহল তাতে কমেনি, বরং সামাজিক মাধ্যমে এই যুগলের গল্প আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
পিআর/টিএ