বাগেরহাট-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেছেন, আসন্ন নির্বাচনে যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসে, তাহলে জামায়াত ক্ষমতায় আসবে। আর জামায়াত ক্ষমতায় এলে দেশকে আফগানিস্তানে পরিণত করবে। তখন মা-বোনেরা ঘরের ভেতর বন্দি হয়ে পড়বে এবং নারীরা তাদের চাকরি হারাবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে জেলা মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকার উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাকির হোসেন বলেন, ‘বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে। তাই এবারের নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে কাজ করতে হবে, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।’
মহিলাদল নেত্রী মেঘনা খাতুনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসএস/এসএন