কিংবদন্তী অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। সোমবার (১২ জানুয়ারি) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যা নিশ্চিত করেছেন তার ভাগ্নে জাভেদ মাহমুদ। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এই জনপ্রিয় নায়িকা।
জয়শ্রী রায় ১৯৫২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে ‘মিস ক্যালকাটা’ উপাধি অর্জনের পর সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। ১৯৭৬ সালে উত্তমকুমারের সঙ্গে অসাধারণ সিনেমা মুক্তি পায়। সূর্য কন্যা সিনেমাতে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশে আসেন এবং পরিচালক আলমগীর কবিরের সঙ্গে বিবাহিত হয়ে দেশে স্থায়ী হন। ১৯৭০-এর দশকের মাঝামাঝি থেকে বাংলাদেশে প্রায় এক দশক ধরে নির্বাচিত চলচ্চিত্রে অভিনয় করেন।
বাংলাদেশে তার জনপ্রিয় জুটি ছিল 'জয়শ্রী-বুলবুল', যারা 'সীমানা পেরিয়ে' ও 'রূপালি সৈকতে' চলচ্চিত্রে অসাধারণ সাড়া ফেলেছিলেন। আলমগীর কবিরের মৃত্যুর পর তিনি একমাত্র সন্তান লেনিন সৌরভকে নিয়ে লন্ডনে বসতি গড়েন এবং সেখানকার সিটি কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন।