গাজীপুরের কোয়ারেন্টাইন থেকে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো ইতালিফেরত একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে। তার মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন।
বুধবার সকালে ইতালিফেরত একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম ও গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, মেঘডুবি মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা মোট আটজনকে দুই দফায় উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের জ্বর ছিল। পরীক্ষা করে একজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে।
জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, ইতালি ফেরত মোট ৪৪ জনকে গত ১৪ মার্চ রাতে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে আটজনকে ঢাকায় পাঠানোর পর মেঘডুবিতে এখন ৩৬ জন আছেন। ঢাকায় পাঠানো একজনের করোনাভাইরাস পজিটিভ আসায় আমরা বাকি যারা আছেন, তাদের আত্মীয়-স্বজনকে ডেকেছি। তাদের আমরা বলব, আপনারা ধৈর্য্য ধরেন, আপনারা শান্ত হন, আমাদের সহযোগিতা করেন।
এখন পর্যন্ত দেশে মোট ১১ জন করোনা রোগী শনাক্ত হলো। তবে নতুন একজনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার বিষয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কারও বক্তব্য জানা যায়নি।
মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।
দেশে আরও দুই করোনা রোগী শনাক্ত
টাইমস/এইচইউ