হোম কোয়ারেন্টাইন না মানায় চট্টগ্রামে ৯ প্রবাসীকে জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন না মানায় চট্টগ্রামে ৯ প্রবাসীকে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার জেলার সাতকানিয়া, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, মিরসরাই, পটিয়া, সীতাকুণ্ড ও বাঁশখালীকে পৃথক অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এজেডএম শরীফ হোসেন।

অর্থদণ্ডপ্রাপ্তদের এদের মধ্যে সাতকানিয়ায় সৌদিআরব ফেরত এক প্রবাসীকে ১০ হাজার, রাউজানে ওমান ফেরত এক প্রবাসীকে ২০ হাজার, ফটিকছড়িতে ওমান ও সৌদিআরব ফেরত দুই প্রবাসীকে ৫৫ হাজার, রাঙ্গুনিয়ায় আবুধাবী ফেরত এক প্রবাসীকে ১০ হাজার টাকা, মিরসরাইয়ে যুক্তরাষ্ট্র ফেরত এক প্রবাসীকে ১০ হাজার, পটিয়ায় সৌদিআরব ফেরত এক প্রবাসীকে ৭ হাজার, সীতাকুণ্ডে সৌদিআরব ফেরত এক প্রবাসীকে ২০ হাজার ও বাঁশখালীতে বাহরাইন ফেরত এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এজেডএম শরীফ হোসেন জানান, বিদেশ থেকে কেউ দেশে আসলে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। ওই ৯ প্রবাসী তা না মেনে বাইরে ঘোরাঘুরি করছিলেন। দণ্ডবিধি ২৬৯ অনুযায়ী ৯ প্রবাসীকে ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কোয়ারেন্টাইন বিধি মেনে বাড়িতে থাকতে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। এ জন্য যারাই বিদেশ থেকে দেশে আসবেন তাদের বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। না মানলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: