কুয়েতের মুবারক আল কাবীর গভর্নরেটের শেখ সাবাহ বাদের সাবাহ আল সালেম আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সোমবার (১৯ জানুয়ারি) কুয়েতের মুবারক আল কাবীর গভর্নরেটের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, ১৯ জানুয়ারি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের মুবারক আল কাবীর গভর্নরেটের শেখ সাবাহ বাদের সাবাহ আল সালেম আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
আরআই/টিকে