ঢাকা-১৫ আসনে ভোটের পরিবেশ বিনষ্ট করার সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।
উদ্বেগ প্রকাশ করে পোস্টে জামায়াত আমির লেখেন, ‘ঢাকা-১৫ আসনে ভোটের পরিবেশ বিনষ্ট করার সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহবান জানাচ্ছি। আশা করতে চাই, শুভ বুদ্ধির উদয় হবে।’
প্রসঙ্গত, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী।
এবি/টিএ