বক্সের বাইরে থেকে ভেতরে পাস দিলেন জোয়াও ফেলিক্স। ছুটে গিয়ে ছয় গজ বক্সের কোণা থেকে এগিয়ে আসা গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দৌড়ে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে চিরচেনা ‘Siuuu’ উদযাপন করলেন পর্তুগিজ মহাতারকা। ধারাভাষ্যকার বললেন, ‘গোল নম্বর ৯৬০।’
হাজার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন রোনালদো। সৌদি প্রো লিগে বুধবার দামাকের বিপক্ষে ২-১ ব্যধানের জয়ে আল নাস্রের দ্বিতীয় গোলটি করেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড।
প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটে আব্দুররাহমান ঘারিবের গোলে এগিয়ে যায় আল নাস্র। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৬৮তম মিনিটে একটি গোল শোধ করলেও নাটকীয় কিছু করতে পারেনি দামাক।
আল নাস্রের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে রোনালদোর গোল হলো ১১৬টি। মরক্কোর আব্দেররাজাক হামদাল্লাহকে (১১৫) ছাড়িয়ে সৌদি আরবের দলটির হয়ে এককভাবে সফলতম বিদেশি গোল স্কোরার এখন তিনি।
দেশি-বিদেশি মিলিয়ে রোনালদোর ওপরে আছেন কেবল দুজন। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ২৭৯ ম্যাচে ১৩১ গোল করে তালিকার দুই নম্বরে মোহাম্মাদ আল সাহলাউই। ১৯৭৭ থেকে ১৯৯৮ পর্যন্ত ২৬৬ ম্যাচে ২৫৯ গোল করে চূড়ায় মাজেদ আবদুল্লাহ।
১৬ ম্যাচে ১৬ গোল করে এবারের সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরার রোনালদো। ১৫ ম্যাচে ১৪ গোল নিয়ে দুইয়ে আছেন আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি। লিগে টানা চার ম্যাচে জয়হীন থাকার হতাশা পেছনে ফেলে টানা দ্বিতীয় জয় পেল আল নাস্র।
এবার সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচের সবকটি জয়ের কীর্তি গড়ে আল নাস্র। এরপর হঠাৎই তারা পথ হারিয়ে ফেলে। একাদশ রাউন্ডে ড্রয়ের পর, টানা তিন ম্যাচে হেরে যান রোনালদোরা। তাতে শীর্ষস্থানও হারাতে হয় তাদের।
এখন ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আল নাস্র। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আল আহলি। ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। একটি ম্যাচ কম খেলেছে তারা।
এসএস/টিএ