বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘নাটোর সদর থানার ছাতনী ইউনিয়নের ছাতনী দিয়ার থেকে আজ নির্বাচনী প্রচারণা শুরু করলাম। নাটোর-২ আসনের জনগণ এর আগে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল। আশা করছি, আগামী নির্বাচনেও ঠিক একইভাবে আমাকে বিজয়ী করবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নাটোর সদরের ছাতনী ইউনিয়নের দিয়ার বাজারে নির্বাচনী প্রচারণা উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এর আগে আমি এই নাটোর সদর থেকে তিনবার এমপি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। দীর্ঘ ২৪ বছর পর আবারও আল্লাহ আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাতনী ইউনিয়নের সাবেক সভাপতি জালাল উদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা।
আরআই/ এসএন