করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ‘আইসোলেশন’ ইউনিটে দুই নারীকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন মোট চারজন।
বুধবার রাত ২টায় তাদেরকে ভর্তি করা হয়। এরা খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। নতুন দুই রোগীর মধ্যে একজন পেশায় শিক্ষিকা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক শৈলেন্দ্রনাথ জানান, বুধবার রাতে জ্বর অবস্থায় এক নারীকে তার বান্ধবী হাসপাতালে নিয়ে এসেছেন। তার সিনড্রম দেখে বান্ধবীসহ করোনা ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে। যেহেতু তারা একত্রে এসেছেন তাই দুজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। সিনিয়র চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণ করছেন। তাদের অবস্থা এখনো ভালো। যদি সিনড্রম বাড়ে তাহলে আইইডিসিআরে রক্তের নমুনা পাঠানো হবে।
তিনি আরও বলেন, আগের ভর্তি দুজনের ব্যাপারেও আইইডিসিআরে যোগাযোগ করা হয়েছে। ক্রাইটেরিয়ায় (মানদণ্ড) না পড়ায় আগের দুজনের নমুনা পাঠানো হয়নি।
এর আগে গত মঙ্গলবার রাতে করোনা সন্দেহে খুলনা মহানগর পুলিশের একজন সদস্য ও তার বাবাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। তারা মাগুরার বাসিন্দা।
টাইমস/এইচইউ