বিরল ও শক্তিশালী এক মন্তব্যে বর্তমান সমাজব্যবস্থার ক্রমবর্ধমান মেরুকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিদ্যা বালান। তাঁর মতে, আজকের ভারতে পরিচয়, ধর্ম ও রাজনীতি দৈনন্দিন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যা আগে এমনভাবে ছিল না। বিদ্যা মনে করেন, একসময় ভারত নিজেকে কঠোর ধর্মীয় বিভাজনের মাধ্যমে সংজ্ঞায়িত করত না, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই চিত্র থেকে অনেকটাই আলাদা।
সামাজিক মাধ্যম ও রাজনৈতিক কোলাহলের প্রভাবের কথাও তুলে ধরেছেন তিনি। বিদ্যার পর্যবেক্ষণ, আজ অনেক মানুষ এমন কিছু পরিচয়ের সঙ্গে আঁকড়ে ধরছেন, যা স্বাভাবিক বিকাশ থেকে নয়, বরং এক ধরনের বিভ্রান্তি ও বিচ্ছিন্নতার অনুভূতি থেকে জন্ম নিচ্ছে।
তাঁর ভাষায়, এই প্রবণতা গভীর এক পরিচয় সংকটের ইঙ্গিত দেয়, যেখানে মানুষের ভাবনা ও অবস্থান গড়ে উঠছে নিজের বিশ্বাসের চেয়ে অনলাইন বয়ানের প্রভাবে বেশি।
এই বক্তব্যের মাধ্যমে আবারও প্রমাণ করলেন বিদ্যা বালান কেবল একজন অভিনেত্রী নন, তিনি একজন সচেতন কণ্ঠস্বরও। সমাজের অস্বস্তিকর সত্য নিয়ে কথা বলতে তিনি কখনোই পিছপা হন না। তাঁর এই মন্তব্য বর্তমান সময়ের বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে বলেই মনে করছেন অনেকে।