দীর্ঘদিনের গুঞ্জন ও অপেক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সামনে এলো সৌরভ গাঙ্গুলীর জীবনীচিত্রের শুটিং সূচি। ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী অধিনায়ককে নিয়ে নির্মিত হতে চলা এই ছবির শুটিং শুরু হবে ২০২৬ সালের মার্চ মাসে। পরিচালকের আসনে থাকছেন লাভ রঞ্জন। নির্মাতাদের লক্ষ্য, পর্দায় তুলে ধরা হবে কলকাতার যুবরাজ থেকে ভারতীয় ক্রিকেটকে নতুন পথে নিয়ে যাওয়া এক নির্ভীক নেতার সম্পূর্ণ যাত্রা।
এই ছবিতে শুধু ক্রিকেট মাঠের সাফল্য নয়, সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিত্ব, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। লর্ডসে ঐতিহাসিক জার্সি ওড়ানোর মুহূর্ত, আগ্রাসী অধিনায়কত্ব, দল গঠনে সাহসী সিদ্ধান্ত এবং মাঠের বাইরের লড়াই, সব মিলিয়ে দর্শক দেখতে পাবেন এক শক্তিশালী ও অনুপ্রেরণামূলক গল্প। নির্মাতাদের ভাষায়, এটি কেবল একটি ক্রীড়াভিত্তিক জীবনীচিত্র নয়, বরং মনোভাব, নেতৃত্ব ও উত্তরাধিকারকে উদযাপনের এক চলচ্চিত্র।
ভারতীয় ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ সময়পর্বকে কেন্দ্র করে তৈরি এই সিনেমা নতুন প্রজন্মের কাছে সৌরভ গাঙ্গুলীর অবদানকে নতুন করে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। শুটিং শুরুর খবর সামনে আসতেই ক্রিকেটপ্রেমী ও সিনেমাপ্রেমী দর্শকের আগ্রহ তুঙ্গে। সব মিলিয়ে, বড় পর্দায় এক স্মরণীয় ও আবেগঘন যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল।
আইকে/টিএ