কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিটের কন্টিনজেন্ট প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে, মোট ৬২ জন শান্তিরক্ষীর মধ্যে প্রথম ধাপে ৩৫ জন সদস্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেছেন। বাকি ২৭ জন ফেব্রুয়ারির ২ তারিখ কঙ্গোর উদ্দেশ্যে রওনা হবেন।
নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ। দায়িত্ব পালনে সাফল্য কামনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময়, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শান্তিরক্ষীদের বিদায় জানান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এসএস/টিকে