পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে দিয়েছে ভারত। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান করে কিউইরা। জবাবে অভিষেক শর্মার তাণ্ডবে ঠিক ১০ ওভারে জয় পায় ভারত। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। প্রথম ওভারেই ২ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান কিউই ওপেনার ডেভন কনওয়ে। তিনে নামা রাচিন রবীন্দ্রও সুবিধা করতে পারেননি।
টিকে থাকা ওপেনার টিম সেইফার্ট শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টেকেননি। ১১ বলে ১২ রান করে দলের ৩৪ রানের মাথাতে থেমেছেন সেইফার্ট। এরপর গ্লেন ফিলিপস এবং মার্ক চ্যাপম্যান জুটি বাঁধেন। ফিলিপস-চ্যাপম্যানের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে নিউজিল্যান্ডের ইনিংস।
কৌশলী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন দুজন। ২৩ বলে ৩২ রান করা চ্যাপম্যান থেমেছেন দলীয় ৮৬ রানের মাথাতে। ৮ বলে ১৪ রান করে ড্যারিল মিচেল বিদায় নেন দলের ১১২ রানের মাথায়।
ফিলিপস ফিফটির পথে ছুটেছেন। তবে ৪০ বলে ৪৮ রান করা ফিলিপস থেমেছেন দলের দলীয় ১১২ রানের মাথাতে। দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিউল্যান্ড। শেষ দিকে দলকে উদ্ধার করেছেন মিচেল স্যান্টনার। ১৭ বলে ২৭ রানের ক্যামিও খেলে একদম শেষ ওভারে আউট হন স্যান্টনার। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।
ভারতের হয়ে ১৭ রান খরচায় ৩ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। ২টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং রবি বিষ্ণই।
জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত। প্রথম বলেই সাজঘরে ফিরেছেন সাঞ্জু স্যামসন। ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মেরে বিদায় নেন স্যামসন। এরপর আরেক ওপেনার অভিষেক শর্মার সঙ্গে যোগ দেন ঈশান কিষাণ। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন অভিষেক এবং ঈশান।
১৩ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে দলের ৫৩ রানের মাথাতে বিদায় নেন ঈশান। তবে অভিষেক শর্মা তাণ্ডব চালিয়েছেন। মাত্র ১৪ বলে ফিফটি তুলে নেন অভিষেক। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম ফিফটি কোনো ব্যাটারের এটি। ১২ বলে ফিফটি হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে সবার উপরে যুবরাজ সিং। ২০ বলে ৬৮ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন অভিষেক। অন্যদিকে, ২৬ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন সূর্যকুমার।মাত্র ১০ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি এবং ইশ সোধি ১টি করে উইকেট নেন। এই জয়ের ফলে ৩-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া।
এমআর/টিএ