ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও কমেনি ইসরায়েলি হামলা। যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর। হামলায় কোনো কোনো ক্ষেত্রে একই পরিবারের একাধিক প্রজন্ম নিহত হয়েছে।
দুই বছর ধরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় উপত্যকাটিতে দুই হাজার ৭শ' র বেশি বংশধারা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ছয় হাজার পরিবারে মাত্র একজন করে জীবিত সদস্য রয়ে গেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দক্ষিণ খান ইউনিসে বসবাসকারী আল-নাজ্জার পরিবার তার একটি উদাহরণ। এক হামলায় কিশোর মালিক আল-নাজ্জার, তার বাবা এবং তাদের বর্ধিত পরিবারের আরও ২২ জন সদস্য নিহত হন।
মালিকের মা নেসরিন বলেন, 'যেদিন প্রথম আমি ঘটনাস্থলে যাই, চোখের সামনে পরিবারের সবাইকে নিথর দেহে দেখতে পাই। ইসরায়েলি বোমা হামলায় সব শেষ। তাড়াহুড়ো করে প্রিয়জনদের খুঁজতে গিয়ে প্রথমেই দেখি, বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়ে থাকা আমার ছেলের মরদেহ।'
তিনি আরও বলেন, 'আমি সেখানে থাকতে পারিনি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমার সুন্দর পৃথিবী এবং সাজানো গোছানো সংসার তছনছ হয়ে গেছে।'
পিএ/টিকে