মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাককে সতর্ক করে বলেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিকে আবার ক্ষমতায় আনলে ইরাক দারিদ্র্য ও বিশৃঙ্খলার মধ্যে পড়তে পারে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেন, ‘এটা আর ঘটতে দেওয়া উচিত নয়। নুরি আল-মালিকি নির্বাচিত হলে আমেরিকা ইরাককে সাহায্য করবে না। যদি আমরা সাহায্য না করি, ইরাক কখনোই সফল বা সমৃদ্ধ হতে পারবে না। ইরাককে আবার শক্তিশালী করুন!’
ইসলামিক দাওয়া পার্টির নেতা আল-মালিকি ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত দুইবার ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। সম্প্রতি শিয়া সমন্বয় জোট তাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। নভেম্বরে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে শিয়া জোট ৩২৯ আসনের মধ্যে ১৮৭টি জিতেছে। ইরাকের রাষ্ট্রপতি আব্দুল লতিফ রশিদ, আল-মালিকিকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে আল-মালিকির নেতৃত্ব দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা, অংশীদারত্ব ও উন্নয়নের দিকে এগিয়ে নেবে।
১৯৫০ সালে জন্মগ্রহণ করা আল-মালিকি ১৯৬৮ সালে দাওয়া পার্টিতে যোগ দেন। পরে সাদ্দাম হোসেনের শাসন থেকে পালিয়ে ইরান যান। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর সাদ্দামের পতনের পর ইরাক দীর্ঘদিন অস্থিরতার মধ্যে ছিল। আল-মালিকির প্রশাসনের সময়, বিশেষ করে ২০১৩-২০১৪ সালে, আইএসআইএস ইরাকের বড় অংশ দখল করেছিল।
মার্কিন বিশেষ দূত মার্ক সাভায়া সতর্ক করেছেন, ইরাকি নেতাদের সিদ্ধান্ত আগামী দিনে নির্ধারণ করবে দেশ ‘শক্তিশালী ও সার্বভৌম’ হবে নাকি আবার ‘খণ্ডিত ও পতনের’ পথে যাবে।
ইউটি/টিএ