বেনফিকা কী একটা রাতই না পার করল! নকআউটের দৌড়ে কোনোমতে টিকে ছিল তারা। আজ তাদের শেষ ম্যাচটা ছিল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। স্প্যানিশ ক্লাবটিকে চুরমার করে দিল তারা, জিতে জায়গা নিশ্চিত করল নকআউটে।
গোলরক্ষক অ্যানাটলি ত্রুবিনের শেষ মুহূর্তের গোলে রিয়ালের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে জোসে মরিনহোর বেনফিকা। এই জয়ে পয়েন্ট টেবিলের ২৪, অর্থাৎ নকআউটের যোগ্যতায় সবার শেষে থেকে লিগপর্ব শেষ করল তারা। এখন শেষ ষোলোর জন্য খেলতে হবে দুই লেগের প্লেঅফ ম্যাচ।
এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের তিন নম্বরে ছিল রিয়াল। ৮ দলের একটি হয়ে সরাসরি শেষ ষোলোতে যাওয়ার অপেক্ষায় ছিল তারা। হেরে গিয়ে টেবিলে নেমে গেল ৯ নম্বরে। বেনফিকার মতো তাদেরও এখন দুই লেগের প্লেঅফ খেলতে হবে। প্লেঅফে তাদের প্রতিপক্ষ হবে বেনফিকা বা বোদো/গ্লিমটের কোনো একটি।
লিসবনে ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে গেলেও রিয়াল কিছুক্ষণের মধ্যে লিড হারিয়ে ফেলে। ৩৬ মিনিটে গোল করে বেনফিকাকে সমতায় ফেরান ২১ বছর বয়সি ফুটবলার আন্দ্রেস শেলডেরাপ। তারা লিডসূচক গোলটি করে প্রথমার্ধের শেষভাগে। শেলডেরাপ জোড়া গোল করেন ৫৪ মিনিটের মধ্যে।
রিয়ালের পরের গোলটিও এমবাপ্পের। তখন ম্যাচের ৫৮ মিনিট। রিয়ালের শেষ আটের একটি হয়ে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ, বেনফিকার সুযোগ নকআউটে জায়গা করে নেওয়ার। এমন সমীকরণের ম্যাচে যোগ করা সময়ে হেডে গোল করেন ত্রুবিন। বেনফিকা উঠে যায় ২৪-এ, রিয়াল নামে ৯-এ।
রিয়ালের মতো সেরা ৮ দলের একটি হওয়ার সুযোগ ছিল পিএসজি ও নিউক্যাসলের। নিজেদের মধ্যকার ম্যাচে ড্র করে পিএসজি ১১ ও নিউক্যাসল ১২ নম্বরে নেমে গেছে। তাদের মতো প্লেঅফ খেলতে হবে ইন্টার মিলান, জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, আটালান্টা, রেভারকুসেন, ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগ, গ্যালাতসারে, মোনাকো ও কারাবাগের।
এসএস/টিএ