চীনের সহায়তায় যুক্তরাজ্যকে আরও নিরাপদ ও ধনী করতে চাই: কিয়ার স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর চীন সফরের পক্ষে কথা বলেছেন। তাঁর মতে, এই সফরের ফলে ব্রিটিশ নাগরিকেরা আরও সচ্ছল হবে। আট বছর পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর এটাই প্রথম চীন সফর। কিয়ার স্টারমারের যুক্তি, তাঁর এই সফর মানুষের পকেটে আরও টাকা আনবে এবং দেশকে আরও নিরাপদ রাখবে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আগের কনজারভেটিভ সরকারগুলো চীনের বিষয়ে কখনো গরম, কখনো শীতল নীতি নিয়েছে। এই অবস্থাকে তিনি বর্ণনা করেছেন ‘সোনালি যুগ থেকে বরফ যুগের’ দিকে যাত্রা হিসেবে। তাঁর মতে, এখনই কূটনৈতিক সম্পর্ক উষ্ণ করার সময়। তবে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক, টেলিগ্রাফে লেখা এক কলামে, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ‘চীনের কাছে নতজানু’ হওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন।

এই সফরে কিয়ার স্টারমার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি সাংহাই এবং পরে জাপান সফর করবেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেছিলেন থেরেসা মে। ডাউনিং স্ট্রিটের উপদেষ্টারা বলেছেন, চীনের দ্রুত বাড়তে থাকা বৈশ্বিক প্রভাব উপেক্ষা করার সুযোগ ব্রিটেনের নেই। তাঁরা সতর্ক করে বলেন, ‘চীনের সঙ্গে সম্পৃক্ততা প্রত্যাখ্যান করা দায়িত্বে মারাত্মক অবহেলা হবে।’

চীন যাওয়ার আগে কিয়ার স্টারমার বলেন, ‘বছরের পর বছর ধরে চীনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ছিল অসংলগ্ন- কখনো গরম, কখনো শীতল, সোনালি যুগ থেকে বরফ যুগের দিকে যাত্রা ছিল। কিন্তু পছন্দ হোক বা না হোক, চীন যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের সঙ্গে একটি কৌশলগত ও ধারাবাহিক সম্পর্ক রাখা আমাদের জাতীয় স্বার্থেই পড়ে। এর মানে এই নয় যে তারা যে চ্যালেঞ্জ তৈরি করে, সেদিকে চোখ বন্ধ করে থাকব- বরং মতপার্থক্য থাকলেও সম্পৃক্ত থাকব।’

স্টারমার আরও বলেন, ‘আমাদের মিত্ররাও এটাই করে, আর আমিও সেটাই করব- জনগণের জন্য কাজ করব, তাদের পকেটে আরও টাকা ঢোকাব এবং বাস্তববাদী ও ধারাবাহিক আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের নিরাপদ রাখব।’ আগের প্রধানমন্ত্রীদের মতোই, কিয়ার স্টারমার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে সম্পর্ক গভীর করার সুফল এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছেন।

এই সফরে ৬০ টির বেশি ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থা অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বার্কলেজ, অ্যাস্ট্রাজেনেকা, জাগুয়ার ল্যান্ড রোভার, রয়্যাল শেক্‌সপিয়ার কোম্পানি এবং পিডব্লিউসি। এক বছরেরও বেশি সময় ধরে এই সফরের প্রস্তুতি চলেছে। এমন এক সময়ে এই সফর হচ্ছে, যখন কিয়ার স্টারমার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হিমশিম খাচ্ছেন- যাকে তিনি নিজেই সরকারের ‘এক নম্বর’ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন।

চ্যান্সেলর বা অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস এই সফরে নেই। তিনি গত সপ্তাহে দাভোসে তার চীনা সমকক্ষদের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিজনেস সেক্রেটারি পিটার কাইল এবং ট্রেজারির ইকোনমিক সেক্রেটারি লুসি রিগবি এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। তবে এই সফর ঘিরে প্রশ্ন উঠেছে- কিয়ার স্টারমার জাতীয় নিরাপত্তা ও পশ্চিমা জোটের প্রতি হুমকিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কি না।

এদিকে, দ্য টেলিগ্রাফে লেখা নিবন্ধে কেমি ব্যাডেনক কিয়ার স্টারমারের বিরুদ্ধে ‘চীনের কাছে নতজানু’ হওয়ার অভিযোগ তুলেছেন। তিনি লেখেন, ‘চীন একটি বৈশ্বিক পরাশক্তি, যার প্রভাব ব্রিটেনের অর্থনীতি ও পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত। যুক্তরাজ্যের সব সময়ই চীনের সঙ্গে সংলাপ রাখা দরকার। কিন্তু আমরা এতটাও সরল হতে পারি না। চীন ব্রিটেনের জন্য একটি হুমকিও। এটি এমন একটি দেশ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, আমাদের এমপিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ব্যাহত করে, উইঘুর মুসলমানদের নিপীড়ন করে এবং তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসী পরিকল্পনা রয়েছে। আমাদের চীনের সঙ্গে সম্পর্ক দরকার, কিন্তু চীনের কাছে বন্ধক হয়ে থাকার প্রয়োজন নেই।’

ব্যাডেনক লেখেন, ‘লেবার সরকার চীনকে ভয় পায়। কিয়ার স্টারমার দুর্বল, তার কোনো দৃঢ়তা নেই। ব্রিটেনের এমন একটি সরকার দরকার, যারা জাতীয় স্বার্থে কাজ করবে এবং স্বাধীনতা ও মুক্ত বাণিজ্যের মতো ব্রিটিশ মূল্যবোধের পক্ষে দৃঢ় অবস্থান নেবে। বিশ্ব যখন আরও কঠিন হয়ে উঠছে, তখন কল্পনাপ্রসূত চিন্তার কোনো সুযোগ নেই।’

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল ১৬২১৩ টাকা Jan 29, 2026
img
ইরানে বড় হামলা চালাতে পারে ট্রাম্প Jan 29, 2026
img
সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্র টানেলের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান! Jan 29, 2026
img
দেশকে চালানোর জন্য জামায়াতের নেতৃত্ব নেই : পার্থ Jan 29, 2026
img
রুপার দামেও নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৮১৬ টাকা Jan 29, 2026
img
নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ১৮ নেতা বহিষ্কার Jan 29, 2026
img
শক্তিশালী ঝড়ের আঘাতে পর্তুগালে প্রাণহানি ৫, বিদ্যুৎহীন সাড়ে ৮ লক্ষাধিক মানুষ Jan 29, 2026
img
চীনা নববর্ষের আগে ভাইরাল খেলনা ‘কান্নারত ঘোড়া’ Jan 29, 2026
img
‘মালিবাগ ২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা’ বলে প্রচারে বাধা, অভিযোগ পাটওয়ারীর Jan 29, 2026
img
বিয়ের ১৪ বছর পর সাইফকে নিয়ে কারিনার কোন অভিযোগ? Jan 29, 2026
img
ফিলিস্তিনি সাংবাদিকের ১৪ লাখ অনুসারী থাকা টিকটক অ্যাকাউন্ট নিষিদ্ধ Jan 29, 2026
img
দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডাকলো জামায়াত Jan 29, 2026
img
দুর্বল ইয়েনে ভর করেই পর্যটন খাতে নতুন মাইলফলক স্পর্শ জাপানের Jan 29, 2026
img
শীতের শেষপ্রান্তে দেশের কয়েক জায়গায় বৃষ্টির পূর্বাভাস Jan 29, 2026
img
কুমিল্লায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রাণ গেল বিএনপিকর্মীর Jan 29, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ Jan 29, 2026
img
বিশ্বকাপ না জিতলে গম্ভীরকে নিয়ে কঠিন সিদ্ধান্ত আসতে পারে বিসিসিআইয়ের Jan 29, 2026
img
‘গুমঘরে’ সারাক্ষণ চোখ বেঁধে রাখা হতো : সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর Jan 29, 2026
img
শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত Jan 29, 2026
img
পুতিন-জেলেনস্কি বৈঠকের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়া Jan 29, 2026