পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না ইসলামাবাদ। একইসঙ্গে ফিলিস্তিন ইস্যুতে দেশটির অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে আব্রাহাম চুক্তির সঙ্গে বোর্ড অব পিসে পাকিস্তানের অংশগ্রহণকে যুক্ত করে প্রকাশিত প্রতিবেদন নাকচ করেন তাহির আন্দ্রাবি। তিনি বলেন, এসব দাবি ভ্রান্ত ও বিভ্রান্তিকর।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘শান্তি বোর্ডে যোগদানের সাথে আব্রাহাম চুক্তির কোনো সম্পর্ক নেই। এমনকি এ বিষয়টি ফিলিস্তিনের বিষয়ে পাকিস্তানের নীতিগত অবস্থান থেকে কোনো বিচ্যুতি নয় বলেই আমরা মনে করি।
ট্রাম্পের শান্তি বোর্ডে যোগদানের বিষয়ে তিনি বলেন, প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মিলিত সিদ্ধান্তে নেয়া হয়েছে।
আন্দ্রাবি বলেন, শান্তি বোর্ডে যোগদানের ক্ষেত্রে পাকিস্তানের প্রাথমিক উদ্দেশ্য হলো গাজায় যুদ্ধবিরতিকে সুসংহত ও টেকসই রাখা, সংঘাত-পরবর্তী পুনর্গঠনকে সমর্থন করা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রচার।
তিনি বলেন, এই উদ্যোগে পাকিস্তান একা নয়, আরও সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং কাতারও শান্তি বোর্ডে যোগ দিয়েছে।
২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আব্রাহাম চুক্তিতে সই করে। পরে মরক্কো ও সুদানও এই চুক্তিতে যোগ দেয়।
তথ্যসূত্র: জিও নিউজ
টিজে/টিকে