২০০৯ সালে বাংলা টেলিভিশনের দর্শকের হৃদয় জয় করেছিলেন মানালি মনীষা দে। ‘বউ কথা কও’ ধারাবাহিকে ‘মৌরি’ চরিত্রের মাধ্যমে তিনি খ্যাতি পান এবং তারপর একের পর এক ধারাবাহিক ও সিরিজে নজর কেড়েছেন। ‘কার কাছে কই মনের কথা’র পর এবার স্টার জলসার নতুন ধারাবাহিক ‘সংসারে সংকীর্তণ’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে মানালিকে।
তবে এই ধারাবাহিকের সবচেয়ে বড় চমক হচ্ছে নতুন জুটি। মানালির বিপরীতে থাকছেন ‘মহাপীঠ তারাপীঠ’ ও ‘রামপ্রসাদ’ খ্যাত সব্যসাচী চৌধুরী। দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরে আসা সব্যসাচী এবং মানালির এই নতুন জুটি কি টলিপাড়ার মন জয় করতে পারবে, সেটাই এখন দেখার।
মানালি জানিয়েছেন, “এখনই এই ব্যাপারে কিছু বলছি না। যা হবে ভবিষ্যতে দেখতে পাবেন।” যদিও শুভ মহরৎ সম্পন্ন হলেও এখনও প্রোমো শুট শুরু হয়নি। সূত্রের খবর, আগামী মাসের শুরুতেই হবে প্রোমোর শুটিং।
টিআরপির লড়াইয়ে নতুন ধারাবাহিক ‘সংসারে সংকীর্তণ’ কি পারবে ‘পরশুরাম’ বা ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র মতো জনপ্রিয় সিরিজের সঙ্গে প্রতিযোগিতা করতে, তা সময়ের অপেক্ষা। মানালি ও সব্যসাচীর নতুন জুটি দর্শকের মনে কতটা স্থান করে নিতে পারে, সেটাই এখন টলিপাড়ার বড় প্রশ্ন।
পিআর/টিকে