ফরিদপুর-২ আসনের (সালথা-নগরকান্দা উপজেলা) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নির্বাচন বিনষ্টের চেষ্টা চলছে, পায়ে পাড়া দিয়ে ঝামেলা করার চেষ্টা করছে অনেকেই, কিন্তু ওই ফাঁদে পা দেয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোনাগ্রামে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।
তিনি বলেন, ‘নির্বাচন নষ্ট হয় এমন পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র চলতেছে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এই ফাঁদে পা দেয়া যাবে না।’
শামা ওবায়েদ বলেন, ‘বাড়িতে এসে কেউ এনআইডি কার্ড এবং মোবাইল নম্বর চাইলে সংশ্লিষ্ট থানা ও সেনাবাহিনী ক্যাম্পে ফোন দিবেন। এটা সরকারি কাজে ব্যতীত কেউ চাইলে সেটা অনৈতিক।’
শামা ওবায়েদ আরও বলেন, ‘এলাকার উন্নয়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে এলাকার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ নানা উন্নয়ন করা সম্ভব হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’
স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
পিএ/টিএ