নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা এখন বিশ্ব থেকে তো বিচ্ছিন্ন না। নারীরা গর্ভে সন্তান ধারণ করবেন, দুই থেকে আড়াই বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো ৮ ঘণ্টা পেশাগত দায়িত্ব পালন করবেন; ইজ ইট জাস্টিস।’
তিনি বলেন, ‘আমি আমেরিকায় একটা মিটিং মায়েদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তাদের কর্মঘণ্টা আট থেকে তিন বাদ দিয়ে পাঁচ রাখার কথা বলেছিলাম।
কিন্তু একটা বক্তব্যে সবকিছু পরিষ্কার করা যায় না। তার কিছু অবশ্যই ব্রেকআপ থাকে। কিন্তু আমরা খুব তাড়াপ্রবণ মানুষ, সঙ্গে সঙ্গে সবকিছু পেতে চাই। না পেলে আমরা অস্থিরতায় ভুগি।
আপনাদের কথা বলছি না, যারা অস্থির হয়েছিলেন তাদের কথা বলছি। তারা তখন একটা কথা চালু করে দিলেন যে, এই সমাজে তো নারীদের প্রয়োজন আছে, তাদের পরিবারের প্রয়োজন আছে, এমনি নারীরা কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, আবার যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে মালিকপক্ষ কেন নারীদেরকে রিক্রুট করবে।’
জামায়াত আমির বলেন, আমরা বলতে চেয়েছিলাম কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নারীদেরকে দান করেছেন, যেটা আমাদের নাই। আমরা ১০ জন মিলে একটা বাচ্চা পেটে নিতে পারব না, এই কোয়ালিটি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন।
গর্ভে নিতে পারলাম না, বুকের দুধও দিতে পারব না, এটাও আমাদের কোয়ালিটি নাই। এরপরে মায়ের বুককে বিছানা বানিয়ে সন্তানরা বড় হয়, আমরা সবাই বড় হয়েছি। আমার মাকে সবাই সম্মান করুক, আমি সবার কাছে এটা চাই। তাহলে সমাজের মায়েদেরকে সম্মান করা তাদের সন্তানেরা কি চায় না, তারা তো চায়।’
তিনি বলেন, ‘বহু মা আট ঘণ্টা ঘরের বাইরে সন্তান রেখে থাকতে চান না, চাকরি ছেড়ে দেন।
কিন্তু তার তো চাকরি যাচ্ছে না, তার চাকরি তার গায়ের সঙ্গে লেগে আছে। প্রশ্ন উঠবে, এই যে তিন ঘণ্টা তিনি কাজ করবেন না, এটার ক্ষতিপূরণ কে দেবে? ইয়েস ইট ইজ গভমেন্ট, এটা গভমেন্টের রেসপন্সিবিলিটি, মায়ের জাতিকে সম্মান দেখানো।’
তিনি প্রশ্ন রেখে বলেন, সোস্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি জন্য? এই লোকদের ওয়েলফেয়ার করার জন্য। আমি নিশ্চিত, আমি যদি আমার মাকে সম্মান করতে পারি, তাহলে সমস্ত নারী জগৎকে আমি সম্মান করতে পারবো ইনশাআল্লাহ। সেই সম্মানটাই আমরা দিতে চেয়েছি। এরপরে এটাও বলেছি, কোনো মা যদি ফিল করেন, এক বছরের মাথায় আই এম ওয়েল টু ডু। আমি পারবো। মোস্ট ওয়েলকাম। তিনি করবেন। তাকে বাধ্য করা হবে না, দুই থেকে আড়াই বছরের অপরচুনিটি নিতে। শি উইল বি এপ্রিশিয়েটেড। তাকে আমরা এপ্রিশিয়েট করবো ইনশাআল্লাহ।
এখন কথা হলো, প্রথম দিনেই কি এটা হবে, না হবে না?এটা গ্রাজুয়াল প্রসেজের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ।’
এমআই/এসএন