চাঁদপুর-৩ আসনে (সদর-হাইমচর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী সাংবাদিক জাকির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় জাকির হোসেন বলেন, আজকের এ দিনটি আমার জন্য স্মরণীয়। গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ নেতৃবৃন্দের সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা সবাই একসঙ্গে মিলে চাঁদপুর গড়বো। আশা করছি আগামী দিনে আপনারাও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, আপনারা জানেন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ভিপি নুরুল হক নুরের সঙ্গে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দ্রষ্টা তারেক রহমানের সঙ্গে যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে তারই প্রেক্ষিতে আজ আমরা আনুষ্ঠানিকভাবে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ের লক্ষ্যে আমাদের গণঅধিকার পরিষদ নিরঙ্কুশ সমর্থন জানাচ্ছি।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের প্রতি আহ্বান আজ থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করে এ প্রেসক্লাবে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম।
এসএস/এসএন