শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিএনপির প্রবীণ নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার।
শুক্রবার (৩০) জানুয়ারি বিকেলে বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে গিয়ে জামায়াতে যোগ দেন তিনি।
এ সময় তাকে ফুল দিয়ে বরণ এবং দাড়িপাল্লা প্রতীকের উত্তরীয় পরিয়ে দেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার।
গোলাম মাহমুদ মাহাবুব বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগপত্র উপজেলা সভাপতি-সম্পাদকের কাছে পৌঁছে দেন এবং নিজের ফেসবুক পেজে পোস্ট করে জানান। এর এক দিন পরেই জামায়াতের রাজনীতিতে যোগ দেন তিনি।
এ বিষয়ে গোলাম মাহমুদ মাহাবুব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭৭ সালে সপ্তম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় তার খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। পরে ১৯৭৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হয় আমার। দীর্ঘ চার দশক বিএনপির রাজনীতি করেছি। আজ সত্যের সৈনিক হতে জামায়াতে যোগ দিয়েছি।
এ সময় তার সঙ্গে পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মল্লিক, পৌর কৃষক দলের আহ্বায়ক আব্দুল গাফ্ফার হোসেন, উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুজ্জামান, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাঞ্চন তালুকদার, বিশারকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আ. সালাম মিয়া, বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধার সন্তান, পটুয়াখালীর বাউফল বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান সোহাগসহ শতাধিক নেতাকর্মী বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে বলে জানান তিনি।
এদিকে উপজেলার বাইশারী কেন্দ্রীয় নুরানী ও হাফেজিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনে জামায়াতের প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান।
এ সময় উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ, সাধারণ সম্পাদক মাওলানা মোকাস্মেল হোসেন মোজাম্মেল, পৌর জামায়াতের আমির কাওছার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ