আল্লু অর্জুনের পরবর্তী ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। সংকান্তি উপলক্ষে আনুষ্ঠানিক ঘোষণার পরই আলোচনায় এসেছে তাঁর নতুন প্রকল্প, যা পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা লোকেশ কানাগারাজ। এখনো শুটিং শুরু না হলেও ছবিটি ঘিরে নানা খবর ছড়িয়ে পড়ছে। এর মধ্যেই সবচেয়ে বড় চমক, এই ছবিতে নায়িকা হিসেবে শ্রদ্ধা কাপুরকে নেওয়ার ভাবনা চলছে বলে জোর গুঞ্জন।
চলচ্চিত্র মহলের সূত্রে জানা যাচ্ছে, আল্লু অর্জুনের বিপরীতে মুখ্য নারী চরিত্রে শ্রদ্ধা কাপুরকে বিবেচনা করা হচ্ছে। যদি সবকিছু চূড়ান্ত হয়, তবে এটিই হবে তাঁদের প্রথম পর্দা ভাগাভাগি। শোনা যাচ্ছে, লোকেশ কানাগারাজ ইতিমধ্যেই ছবির পূর্ণ চিত্রনাট্য শ্রদ্ধাকে শোনিয়েছেন। এই ছবি প্রযোজনা করছে মৈথ্রি মুভি মেকার্স, যারা বড় বাজেটের প্রকল্পের জন্য পরিচিত।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে পুষ্পা টু ছবিতে একটি বিশেষ গানে শ্রদ্ধা কাপুরের নাম আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া হয় এবং অন্য অভিনেত্রীকে নেওয়া হয়। এবার সেই জায়গা থেকে অনেক বড় সুযোগ তাঁর সামনে আসতে চলেছে বলে মনে করছেন অনেকে।
স্ট্রি টু ছবির সাফল্যের পর শ্রদ্ধা কাপুর এখন দারুণ ফর্মে রয়েছেন। উত্তর ও দক্ষিণ দুই অঞ্চলের দর্শকের কাছেই তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে আল্লু অর্জুনের ছবিতে তাঁর উপস্থিতি হলে এটি উত্তর দক্ষিণের এক শক্তিশালী সমন্বয়ে পরিণত হতে পারে। এখন সব নজর নির্মাতাদের সিদ্ধান্তের দিকে। যদি চুক্তি চূড়ান্ত হয়, তবে এই ছবি ভারতীয় সিনেমার এক বড় সহযোগিতার উদাহরণ হয়ে উঠতে পারে।
ইউটি/টিএ