নব্বইয়ের দশকের ভারতীয় সিনেমা মানেই এক বিশেষ নাম, সালমান খান। সেই সময় তিনি শুধু পর্দার নায়ক ছিলেন না, হয়ে উঠেছিলেন এক সামাজিক ও সাংস্কৃতিক ঘটনাবলি। পাশের বাড়ির সহজ ছেলের আকর্ষণ থেকে শুরু করে আত্মবিশ্বাসী পুরুষালি উপস্থিতি, সব মিলিয়ে সালমান খান নব্বইয়ের দশককে নতুন রূপ দিয়েছিলেন। প্রেম, বিদ্রোহ আর আবেগকে একসঙ্গে মিলিয়ে তিনি তৈরি করেছিলেন এক অনন্য নায়কী পরিচয়।
ম্যায়নে পেয়ার কিয়া ছবির মাধ্যমে রোমান্টিক নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর করণ অর্জুন, জুড়ুয়া, পেয়ার কিয়া তো ডরনা কিয়া এবং হাম আপকে হ্যায় কৌন-এর মতো ছবিতে একের পর এক জনপ্রিয় চরিত্র উপহার দেন সালমান।
প্রতিটি ছবি হয়ে উঠেছিল সময়ের প্রতিচ্ছবি, আর প্রতিটি লুক পরিণত হয়েছিল ফ্যাশনের নতুন ধারায়। তাঁর পরা পোশাক, চুলের ছাঁট এমনকি ভঙ্গিও নকল করতেন তরুণ প্রজন্ম।
সালমান খান ছিলেন এমন এক নায়ক, যাঁকে ঘিরে পরিবারকেন্দ্রিক দর্শনেও পরিবর্তন এসেছিল। বোনের ঘরে ঝুলত তাঁর পোস্টার, বাবারাও পর্দার রোমান্স মেনে নিতেন, আর পাড়ার নাপিত দোকানে সবচেয়ে বেশি চাহিদা থাকত সালমান কাটের। তিনি শুধু সুপারস্টার নন, নব্বইয়ের দশকের অনুভূতির এক স্থায়ী নাম, যিনি একই সঙ্গে হৃদয়, শিরোনাম আর ইতিহাস শাসন করেছিলেন।
ইউটি/টিএ