আড়াই বছর আগে মুক্তি পেয়েই বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন শাহরুখ, আর বক্স অফিসে তৈরি হয় নতুন রেকর্ড। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘জওয়ান’ বিশ্বব্যাপী আয় করে প্রায় ১১৪৮ কোটি রুপি। এমন বিপুল সাফল্যের পর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন—‘জওয়ান ২’ কবে আসছে?
এই প্রশ্নের উত্তর অবশেষে দিয়েছেন ছবির পরিচালক অ্যাটলি কুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জওয়ান’-এর সিক্যুয়াল প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। অ্যাটলি জানান, আপাতত ‘জওয়ান ২’ তাঁর পরবর্তী কোনো প্রকল্প নয়। তাঁর কথায়, ছবির দ্বিতীয় অংশ নিয়ে কাজ শুরু করতে হলে আরো কয়েক বছর সময় লাগতে পারে।
পরিচালক স্পষ্ট করে জানান, শুধু ব্যবসায়িক সাফল্যের কারণে তিনি কোনো সিক্যুয়াল বানাতে চান না। প্রথম ছবির গল্পকে অর্থবহভাবে এগিয়ে নেওয়ার মতো নতুন ও শক্তিশালী ভাবনা মাথায় এলে তবেই তিনি ‘জওয়ান’-এর পরবর্তী অংশে হাত দেবেন। অর্থাৎ, গল্প ঠিক না হলে ‘জওয়ান ২’ আসছে না, এটাই পরিষ্কার বার্তা।
তবে শাহরুখ খানের সঙ্গে কাজের সম্পর্ক নিয়ে আশাবাদী অ্যাটলি। তিনি নিশ্চিত করেছেন, ভবিষ্যতে শাহরুখের সঙ্গে অন্য একটি নতুন প্রজেক্টে তাঁরা একসঙ্গে কাজ করবেন। এই ঘোষণার পর থেকেই গুঞ্জন ছড়িয়েছিল, হয়তো ২০২৬ সালের শেষের দিকে ‘জওয়ান ২’-এর কাজ শুরু হতে পারে। কিন্তু এই জল্পনায় আপাতত জল ঢেলে দিয়েছেন পরিচালক নিজেই।
অ্যাটলির কথায়, ‘জওয়ান ২’ নিয়ে এখনই কোনো আপডেট নেই। দর্শকদের তাই আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।
সূত্র: পিঙ্কভিলা
আইকে/টিকে