বলিপাড়ার আলো ঝলমলে হলেও সব সময় সকলের নজর কাড়তে পারেন না পরিবারদের সবাই। ঠিক এমন একজন বলিপাড়ার কন্যা হলেন শাহীন ভট্ট। বাবা মুকেশ ভএট্ট ও বোন আলিয়া ভাট্টের ছায়ায় বড় হওয়া শাহীন অনেক দিন নিজের পরিচয় আড়ালে রেখেছিলেন। তবে এখন তিনি কেরিয়ারকে নতুনভাবে সংজ্ঞায়িত করছেন, নিজের আগ্রহ আর প্রতিভাকে সামনে এনে।
শাহীন ১৯৮৮ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে লেখালিখি ও সৃজনশীল কাজে ঝোঁক ছিল তার। মুম্বইয়ের স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ও পরে লন্ডনে যান। সেখানে ছবিনির্মাণ ও সম্পাদনার প্রশিক্ষণ নেন তিনি।
২০১২ সালে বিক্রম ভাট্টের পরিচালনায় ‘রাজ় ৩’-তে সহ-পরিচালক হিসেবে কাজ শুরু করেন শাহীন। পরবর্তীতে ‘সন অফ সর্দার’, ‘জেহের’, ‘জ়িস্ম ২’-এর মতো প্রজেক্টে চিত্রনাট্য ও সংলাপ লেখার দায়িত্ব পালন করেন।
মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়ানোর জন্য শাহীন একটি ডিজিটাল প্ল্যাটফর্মও প্রতিষ্ঠা করেছেন। এছাড়া বই নিয়ে আলোচনা করার জন্য নিজের বুক ক্লাবও চালাচ্ছেন।
ব্যক্তিগত জীবনেও শাহীনকে নিয়েই ভক্তদের কৌতূহল। কৌতুকশিল্পী রোহন জোশীর সঙ্গে কয়েক বছরের সম্পর্কের পর তিনি গোপনে নিজস্ব জীবন যাপন করেছেন। এরপর নাম জড়ায় ফিটনেস প্রভাবী এবং আন্তর্জাতিক স্তরের সাঁতারু ইশান মেহরার সঙ্গে। ২০২৫ সালের এপ্রিল মাসে ইশানের জন্মদিনের ছবি পোস্ট করে শাহীন সামাজিক মাধ্যমে সম্পর্কের খোলাসা করেন।
বলিপাড়ায় তেমন বড় নাম না হলেও ইনস্টাগ্রামে শাহীনের নিজস্ব ভক্তমণ্ডলী তৈরি হয়েছে, যার সংখ্যা ইতিমধ্যেই ৪ লক্ষের গণ্ডি পার করেছে।
পিএ/টিকে