একটা সময় ছিল, অভিনেতারা নিজেদের প্রেম বা বিয়ের খবর লোকচক্ষুর আড়ালে রাখার চেষ্টা করতেন। এখন যদিও সেই ধারা বদলেছে। এখন কেউই নিজেদের সম্পর্ক নিয়ে সে ভাবে রাখঢাক করেন না। পরমীত সেঠীকে বিয়ের পরে অভিনেত্রী অর্চনা পূরণ সিংহও লুকিয়েছিলেন সেই খবর।
অর্চনাকে এই মুহূর্তে নিয়মিত দেখা যায় কপিল শর্মা’র অনুষ্ঠানে। সেখানে তাঁর নানা ধরনের মন্তব্য নিয়ে হাসাহাসিও চলে। এমনই মজার ছলে এক বার তাঁদের বিয়ের গল্পই বলেন অর্চনা। তিনি জানান পরমীতের সঙ্গে বিয়ের কথা কেন লুকিয়েছিলেন তাঁরা?
অর্চনা বলেন, “প্রথমত, আমাদের বিয়ে একেবারেই মেনে নেননি পরমীতের মা-বাবা। আর দ্বিতীয়ত, সেই যুগে বিবাহিত মহিলাদের কাজের কম সুযোগ দেওয়া হত, তাই আমাদের বিয়ের কথা লুকিয়ে গিয়েছিলাম।” শুধু অর্চনা নন, আগে অভিনেত্রীদের মুখে এমন অনেক ঘটনাই শোনা গিয়েছে। অর্চনা জানান, তিনি যখন অভিনয়যাত্রা শুরু করেন, সে সময়ে বহু অভিনেত্রীই বিবাহিত হলে কাজ পেতেন না। অর্চনা জানান, কাজল বা করিনা কপূরের সময় থেকে ধারা বদলাতে থাকে। এ ক্ষেত্রে ওই দুই অভিনেত্রীর অনেক অবদান রয়েছে বলে মনে করেন অর্চনা।
বিয়ের চার বছর পর্যন্ত কেউ জানতই না, যে পরমীত এবং অর্চনা বিবাহিত।