কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে জাতীয় সংসদ নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল আদালত ভবনের কক্ষ নং ৭০১ ও ৭০২-এ অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাশেম বাজার পশ্চিম পয়রাডাঙ্গা আলিম মাদরাসায় শিশু শিক্ষার্থীদের দিয়ে একটি নির্দিষ্ট প্রতীকের সমর্থনে স্লোগান দেয়ানো হয়। অভিযোগে বলা হয়, ওই সময় সংশ্লিষ্ট প্রার্থী নিজেও সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভিডিও প্রমাণসহ আরিফুল ইসলাম জয় নামে এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গত ৩০ জানুয়ারি বিচারিক আদালতে অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম-১ আসনে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট আজহারুল ইসলাম জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের পরিচিত নেতা-কর্মী ও সমর্থকদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেন।
এছাড়া বিভিন্ন সমাবেশ ও মিছিলে রঙিন ব্যানার ব্যবহারসহ উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও আনা হয়। এসব অভিযোগের পক্ষে ভিডিও প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে। উক্ত অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, ভিডিওটি অনেক আগের। কে বা কারা গত শুক্রবার সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং একজন ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য ও সিভিল জজ মুহাম্মদ আয়াজ জানান, দুইটি অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।
ইউটি/টিএ