'বিগ বস' খ্যাত শেফালি বগ্গার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের পর থেকে ট্রোলের মুখে পড়েছেন ভারতীয় দলের লেগ স্পিনার।
ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের নাম জড়ায় আরজে মাহভাশের সঙ্গে। সেই সম্পর্কও অতীত। এবার তাঁর সঙ্গে 'বিগ বস' খ্যাত শেফালি বগ্গার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তারপর থেকে ট্রোলের মুখে পড়েছেন ভারতীয় দলের লেগ স্পিনার।
সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় চাহালকে দেখা গিয়েছে জনপ্রিয় সঞ্চালিকা শেফালির সঙ্গে। এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। এখানেই শেষ নয়। একটি ক্যাফে থেকে দু'জনকে বেরিয়ে আসতেও দেখা যায়। যা দেখে পাপারাজ্জিরা ক্যামেরাবন্দিও করেন। এরপরেই সোশাল মিডিয়ায় তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে গুঞ্জন ছড়ায়। এরপর নানান মিম ভরে যায় নেটপাড়া।
২০১৫ সালে মুক্তি পেয়েছিল কপিল শর্মার কমেডি মুভি 'কিস কিসকো পেয়ার করু'। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটে কপিলের। একজন পুরুষের একাধিক নারীসঙ্গ নিয়ে সেই ছবি। হঠাৎই নেটপাড়ায় আলোচনায় সেই ছবির কাটআউট। কেবল ছবির পোস্টারে কপিলের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে চাহালকে।
এখানেই শেষ নয়। চাহালের পিছনে সশরীরে রয়েছেন ধনশ্রী, মাহভাশ এবং শেফালির মুখও। এমন মিমের পর চুপ করে বসে থাকতে পারেননি ভারতীয় ক্রিকেটার।
সেই ছবির নিচে চাহাল মজা করেই লেখেন, 'অ্যাডমিন, আরও দু-তিন জনের নাম বাকি রয়ে গেল তো। পরেরবার গবেষণাটা ভালো করে করবেন।'
২০২০ সালের ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন চাহাল ও ধনশ্রী। অভিনেত্রী-করিওগ্রাফার ধনশ্রী জানিয়েছিলেন, লকডাউনের সময় খেলাধুলা পুরো বন্ধ ছিল। সেই সময়ই সোশাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও দেখে নাচ শেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন চাহাল। ভারতীয় স্পিনারের ‘ডান্স টিচার’ হওয়ার পরই প্রেমের সুরওয়াত দুই তারকার। সেই সম্পর্কে ছেদ পড়ে। ২০২৫ সালে আইনি বিচ্ছেদ হয় তাঁদের।
এরপর মাহভাশের সঙ্গে সম্পর্কে জড়ান মাহভাশ। যা ক্রমে মাখোমাখো সম্পর্কে পরিণত হয়। তবে দু’জনের কেউই ‘প্রেম’ স্বীকার করেননি। কিন্তু ‘প্রেম ভাঙা’ বেশ সজোরেই ঘোষণা করে দিয়েছেন। ইনস্টাগ্রামে একে-অপরকে ‘আনফলো’ করেছেন তাঁরা।
এর রেশ কাটতে না কাটতেই হয়তো আরও এক লাস্যময়ীর সুন্দরীর প্রেমে 'গোলাম' হয়েছেন চাহাল। যা নিয়ে কৌতূহলের অন্ত নেই।
২০১১ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই শেফালি বাগ্গা। যদিও চূড়ান্ত পর্ব পর্যন্ত টিকে থাকতে পারেননি। তবে লাস্যময়ীর সৌন্দর্য আর চেহারার গড়ন নজর এড়ায়নি! পরবর্তীতে জাতীয় স্তরের এক নামী চ্যানেলে সঞ্চালক হিসাবে চাকরি শুরু করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
তাঁর সঙ্গে সম্প্রতি মুম্বইয়ের ক্যাফেতে গিয়েছিলেন চাহাল। একটি ভিডিওয় দেখা যায়, তাঁদের খোশমেজাজে গল্প করতে। এমনকী পাপারাজ্জিদের সামনে তাঁদের অস্বস্তিতেও পড়তে দেখা যায়নি। হাসিমুখে পোজও দেন। তবে ক্যামেরার সামনে দু'জন আলাদা আলাদা দাঁড়ান।
নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি ভারতীয় ক্রিকেটার নতুন করে ডেটিং করছেন? অনেকেরই প্রশ্ন, এই সম্পর্ক কি নিছকই বন্ধুত্ব নাকি এর আড়ালে অন্য কোনও রসায়ন? তা নিয়ে অবশ্য মুখ খোলেননি ভারতীয় ক্রিকেটার।
সময়টা ভালো যাচ্ছে না যুজবেন্দ্র চাহালের। কেরিয়ারের ঘোর দুঃসময়। শেষ ৩ বছর জাতীয় দলের জার্সিতে ডাক পাননি। ঘরোয়া ক্রিকেটেও আর নিয়মিত খেলেন না। তবে তাঁর ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরে চর্চায়।
টিজে/টিকে