আঘাতের আগেই বাড়ি-ঘরে পানি উঠছে, উপকূলজুড়ে আতংক

ঘূর্ণিঝড় আম্ফান আঘাতের আগেই পাল্টে গেছে উপকূলের চিত্র। ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। প্লাবিত হয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। বাড়ি-ঘরে পানি উঠে যাচ্ছে। বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। ইতিমধ্যে আশ্রায়ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে শুরু করেছে উপকূলের মানুষ। সেখানেও শান্তি নেই। পানি খাবার সংকটে রয়েছে তারা। এ অবস্থায় অনেকেই আবার আশ্রায়ন কেন্দ্র ছেড়ে যেতে শুরু করেছেন।

খুলনার পাইকগাছার সোলাদানায় আম্ফানের প্রবল স্রোতে ওয়াপদায় ভয়াবহ ভাঙ্গন দেখা দেয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার সকাল ১০টায় শিবসা নদীর প্রচন্ড ঢেউয়ে উপজেলার বয়ারঝাপার ভাঙ্গাহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিশাল এলাকা জুড়ে ভাঙ্গন দেখা দেয়। ফলে এলাকায় মারাত্মক আতংক ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে ৫০/ ৬০ জন মিলে সাময়িকভাবে বাঁধ রক্ষা করলেও আম্ফানে প্রভাবে কখন কি ঘটে যায় তা নিয়ে চরম আতংক বিরাজ করছে সর্বত্রই।

ভোলার মনপুরা উপকূলের কলাতলীর চর ও চরনিজামে সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে ৩-৪ ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে। চরনিজাম ও কলাতলীর চরে আশ্রয়কেন্দ্রের সামনে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও বেড়ীরবাহিরে ও বিচ্ছিন্ন চরাঞ্চলে থাকা মানুষজনকে আশ্রয়কেন্দ্রে আনতে পারছেনা প্রশাসন। তবে দুপুরের দিকে বেড়ীর বাহিরে জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় ধীরে ধীরে মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে আসা শুরু করেছে।

এদিকে বরগুনায় দমকা হাওয়া, বারী বর্ষণ চলছে। জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ২ লক্ষ ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। সাইক্লোন ঘূর্নিঝড় আমফান এর প্রভাবে বাতাসের গতি ও জোয়ারে পানি উচ্চতা বৃদ্ধি এবং ভারী বর্ষণে ৪ - ৫ফুট বেড়ে যাওয়ায় নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। সকাল থেকে জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বড়ইতলা ফেরী ঘাট পানির নিচে তলিয়ে গেছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পোটকাখালী, নিশানবাড়িয়া, ফুলতলা, বদনিখালী, গুলবুনিয়া, লতাকাটা, মাঝের চর, আয়লাসহ বিভিন্ন আবাসনপ্রকল্পে পানি প্রবেশ করায় জেলা প্রশাসন, রেডক্রিসেন্ট, সিপিপিসহ বেসরকারি সংগঠন জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পটুয়াখালীতে ঘূূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাঙ্গাবালীতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পাঁচটি গ্রামের লোকালয়ে পানি ঢুকেছে। এতে প্রায় এক হাজার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। ভেসে গেছে পুকুর এবং ঘেরের মাছ। জোয়ারের তোড়ে চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা বেড়িবাঁধের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পানি ঢুকে পড়েছে । এছাড়া অনেক আগ থেকেই ভেঙে থাকা বাঁধ দিয়ে চালিতাবুনিয়ার গরুভাঙা, বিবির হাওলা ও মধ্য চালিতাবুনিয়া গ্রামে পানি ঢুকেছে। ওই পাঁচ গ্রামের প্রায় এক হাজার বাড়িঘরে পানি ঢুকে পড়ে। ভেসে গেছে শতাধিক পুকুর এবং ঘেরের মাছ। এছাড়া গলাচিপায় বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে।

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারাল লিভারপুল Sep 18, 2025
অভিযোগে ফুঁসে উঠল জনতা, ভাঙচুর হলো বিএনপি অফিস Sep 18, 2025
১৭ বিয়ে ও প্রতারণার দায়ে বরিশালের বন কর্মকর্তা বরখাস্ত Sep 18, 2025
ভোট দিতে পারবেন না হাসিনাসহ শেখ পরিবারের সদস্যরা Sep 18, 2025
হ্যান্ডশেক বিতর্কে জয় পাকিস্তানের, দায়িত্ব হারালেন পাইক্রফট! Sep 18, 2025
img
মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের Sep 18, 2025
রেফারির দুটি পেনাল্টি সিদ্ধান্তেই বদলে গেল ম্যাচের রঙ Sep 18, 2025
সালমানের ‘পজেসিভনেস’ এই নাকি শেষ হয়েছিল ঐশ্বরিয়ার প্রেম! Sep 18, 2025
জেমস বন্ড লুকে ‘ডন ৩’ বাজিমাত করবেন রণবীর সিং! Sep 18, 2025
img
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের Sep 18, 2025
img
জামালপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি রিক্তা গ্রেপ্তার Sep 18, 2025
img
রাশেদ খানের জন্য সুখবর, হতে পারেন ডাকসুর জিএস Sep 18, 2025
img
পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর Sep 18, 2025
img
বরিশালে সারজিস ও হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা Sep 18, 2025
img
শাহরুখ খানের মতো আর দ্বিতীয় কাউকে পাবে না দর্শক : অনুরাগ কাশ্যপ Sep 18, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং Sep 18, 2025
img
৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের Sep 18, 2025
img
বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: দুদু Sep 18, 2025
img
মরিনহো কি ২ যুগ পর ফের বেনফিকায় ফিরছেন? Sep 18, 2025
img
নির্বাচন হতে দেবে না, এটা ফ্যাসিবাদী মানসিকতা: টুকু Sep 18, 2025