করোনাভাইরাসে ১৮ দেশে ৭১৭ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে দেশের বাইরেও মৃত্যুর মিছিল থামছে না। এপর্যন্ত আমেরিকাসহ ১৮ দেশে ৭১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, দেশটিতে এ পর্যন্ত ১২০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এছাড়া আরও ১৭ দেশে বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ৫৯৭ জন বাংলাদেশি। এর মধ্যে যুক্তরাষ্টে মারা গেছেন ২৬৪ জন, যুক্তরাজ্যে ২২০জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৬ জন, কুয়েতে ১৮ জন, ইতালিতে ৯ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, কাতারে ৬ জন, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে এবং বাহরাইন, মালদ্বীপ, পর্তুগাল, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, গাম্বিয়া ও কেনিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। যা একদিনে আক্রান্তের হিসেবে সর্বোচ্চ। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪। একই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩ জন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮২ জনে।

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ