চুয়েটের সেই দীপ্ত এখন বিশ্বখ্যাত ইনটেলের ইঞ্জিনিয়ার

দীপ্ত সরকার। পড়াশোনা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। যন্ত্রকৌশল বিভাগের ‘০৯’ ব্যাচের ওই ছাত্র এখন বিশ্বখ্যাত ইনটেলের ইঞ্জিনিয়ার হয়েছেন। যুক্তরাষ্ট্রে যেসব প্রতিষ্ঠান সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে, এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম শীর্ষ প্রসেসর তৈরি করা প্রতিষ্ঠান ইনটেল। ইনটেলে প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন দীপ্ত।

জানা গেছে, দীপ্ত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক ও চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। বর্তমানে আমেরিকার কানসাস স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। কলেজে পড়া অবস্থাতেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে থাকেন দীপ্ত। এইচএসসি পাসের পর দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগও পেয়ে যান। ইনটেলে যোগদানের পেছনে পরিবারের পাশাপাশি তার পিএইচডি এডভাইজর অনুপ্রেরণা দেখিয়েছেন বলে উল্লেখ করেন দীপ্ত।

দীপ্ত জানান, ইনটেলে যোগদানে কয়েকটি ধাপ পার করতে হয়। ইনটেলের কোনো একটি পজিশনে আবেদন করার পর ৩০-৬০ মিনিটের একটি ফোন ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। সেখানে ভালো করতে পারলে পরবর্তী ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, যেখানে দিনব্যাপী বিভিন্ন লেভেলের ম্যানেজারদের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ের উপর দীর্ঘক্ষণ প্রেজেন্টেশন দিতে হয়। যদি সবকিছু তাদের পছন্দমতো হয় তাহলে সপ্তাহ দুয়েকের মধ্যে জবের কল পাওয়া যায় বলে উল্লেখ করেন দীপ্ত। তিনি হিট ট্রান্সফার ও ম্যাটেরিয়াল গবেষণায় আগ্রহী ছিলেন। পিএইচডি শুরুর পর তিনি মাইক্রো/ন্যানো স্কেল ম্যাটেরিয়ালের উপর গবেষণা শুরু করেন দীপ্ত। যেটা তাকে মাইক্রো ফ্যাব্রিকেশন সম্পর্কে জানতে সাহায্য করে যা ইনটেলে যোগদানের ক্ষেত্রে কাজে লেগেছে বলে উল্লেখ করেন দীপ্ত।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024