ডিবি পরিচয়ে তুলে নেয়া সেই ঢাবি ছাত্র পুলিশ হেফাজতে

কক্সবাজারের মহেশখালী থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান মেনন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার গ্রামের বাড়ি থেকে ঢাবি ছাত্র রেদওয়ান ফরহাদকে এবং এর আগের দিন বৃহস্পতিবার তার বড় ভাইকে স্থানীয় বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন। এরপর থেকে দুই ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজার জেলায় সম্প্রতি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মোবাইল নম্বরের একটি সূত্র ধরে ঢাবি ছাত্র রেদওয়ান ফরহাদের বড় ভাই রাশেদ খান মেননকে আটক করা হয়। পরে রেদওয়ানকেও আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মেননের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন বলেও দাবি করে।

সূত্রটি আরও জানিয়েছে, পরে উচ্চতর তদন্তের জন্য গ্রেপ্তারকৃতদের সবাইকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। সেখানে ধারাবাহিক কয়েক দিন জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার আনার পর পুনরায় তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ‘নিখোঁজ’

 

টাইমস/এইচইউ

Share this news on: